জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার হিন্দু নাবালিকা অর্পিতা ঠাকুর(নাম পরিবর্তিত) লাভ জিহাদের শিকার হলো। সে গত ১৪ই অক্টোবর মহিম খানের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাঁর পিতা সুমঙ্গল ঠাকুর বানারহাট থানায় গত ১৫ই অক্টোবর নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কয়েকদিন কেটে গেলেও সক্রিয় হয়নি পুলিস, এমনটাই অভিযোগ নাবালিকা অর্পিতার পিতার। তিনি আরও জানিয়েছেন যে কয়েকদিন ধরে পুলিসকে বললেও পুলিস দেখছি, চেষ্টা করছি বলছে। ফলে তিনি যথেষ্ট চিন্তিত তাঁর নাবালিকা মেয়েকে ফিরে পাওয়া নিয়ে। তাই তিনি সরাসরি পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। এইভাবে পুলিসের নিষ্ক্রিয়তার কারণে একটি নাবালিকা মেয়ে উদ্ধারে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
লাভ জিহাদের শিকার নাবালিকা অর্পিতা ঠাকুর, উদ্ধারে পুলিসের ঢিলেমি

Joy Sri ram
LikeLike
এটি আমার ভালো লেগেছে
LikeLike