দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এলাকা বাসন্তিতে হিন্দু সংহতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। গতকাল ১৯শে অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিন্দু সংহতির শতাধিক যুব কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে যুব কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হিন্দু সংহতির সর্ব ভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। তিনি তাঁর বক্তব্যে হিন্দু সমাজের রক্ষায় যুব কর্মীদের সক্রিয় ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও, NRC নিয়ে যুব কর্মীদের সচেতন থেকে সাধারণ, নিরক্ষর মানুষদের সাহায্য করার জন্য সোডা প্রস্তুত থাকার কথা বলেন। সভাপতি ছাড়াও হিন্দু সংহতির কোষাধ্যক্ষ লড়াকু নেতা শ্রী সাগর হালদার, মৃত্যুঞ্জয় মন্ডল বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন ।
বাসন্তিতে হিন্দু সংহতির বিজয়া সম্মেলন
