তারিখ 15/10/2019 ঘড়িতে রাত 10:35 মিনিট। হঠাৎ হিন্দু সংহতির অফিসে ফোন আসে নদীয়া হিন্দু সংহতির দায়িত্বপ্রাপ্ত কর্মী রাখি সরকারের। তিনি জানান পালাসিপাড়া থানার অন্তর্গত অভয়নগর খাসপাড়াতে মুসলিম দুষ্কৃতীরা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে, এখনো ঝামেলা হচ্ছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নদীয়া জেলার হিন্দু সংহতির সভাপতি ও সম্পাদক মহাশয়কে বিষয়টা জানানো হয়। তারা সাথে সাথে প্রয়োজন মত ব্যবস্থা গ্রহণ করেন।
পরে এলাকা থেকে খবর আসে পুলিশ ভাঙা লক্ষ্মী প্রতিমা জোর করে বিসর্জন করে দিতে চাইছে। ইতি মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান আশে পাশের হিন্দু সংহতির কর্মীরা। তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ একজন মহিলা সহ মোট দুজনকে থানায় ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে বর্নিয়া অঞ্চলের হিন্দু সংহতির দায়িত্বপ্রাপ্ত কর্মী বাসুদেব ভৌমিক মহাশয়কে তার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায়। নদীয়া জেলার হিন্দু সংহতির সভাপতির তত্ত্বাবধানে পুরো বিষয়টা সকলের নজরে আনা হয়। এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করে দুপুরে মধ্যে সকলকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়।
হিন্দু সংহতির নেতৃত্বের উপর সাধারণ হিন্দুর বিশ্বাস আরও বেড়ে গেছে। তারা মাথা নিচু করে বাঁচতে রাজি নয়। তারা হিন্দু সংহতির হাত ধরে লড়াই করতে চায়। এই লড়াই মাটি রক্ষার লড়াই, এই লড়াই ধর্ম রক্ষার লড়াই।
যারা এই ধর্ম রক্ষার লড়াই লড়বে, যারা এর মাটি রক্ষার লড়াই লড়বে তাদের পাশে সব সময় হিন্দু সংহতি ছিলো, আছে, থাকবে।।।।