বাংলাদেশে এ যেন প্রতিমা ভাঙার মরসুম। একের পর এক মন্দিরের প্রতিমা ভেঙে দিচ্ছে দুষ্কৃতীরা। এবার আনোয়ারা উপজেলার অন্তর্গত কেয়াগড় গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করলো দুষ্কৃতীরা। গতকাল ১১ই অক্টোবর ভোরে, স্থানীয় হিন্দুরা লক্ষ্য করেন যে গ্রামের কালী মন্দিরের প্রতিমা কে বা কারা ভেঙে দিয়ে চলে গিয়েছে। তাদের অনুমান, আগের রাতে কোনো দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই গ্রামের হিন্দুরা মন্দিরের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিস ছুটে আসে ঘটনাস্থলে। আসেন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার। পুলিসের তরফে দ্রুত দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি
বাংলাদেশের আনোয়ারাতে কালী মূর্তি ভাঙচুর
