অষ্টমীতে মা দুর্গার চরণে অঞ্জলি অর্পণ করে ইসলামিক কট্টরপন্থীদের রোষের মুখে পড়লেন বিখ্যাত টলিউড চিত্র তারকা তথা বসিরহাটের সংসদ নুসরত জাহান। ভারতে ইসলামিক কট্টরপন্থীদের আঁতুড়ঘর তথা সংবিধান, আইন বিরোধী ফতোয়া জারি করা উত্তর প্রদেশে অবস্থিত দারুল উলুম দেওবন্দের তরফ থেকে কড়া সমালোচনা করা হলো। রীতিমত হুমকির সুরে দেওবন্দের মুফতি আসাদ কাসমী একাধিক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে নুসরত যা করেছেন, তা হারাম। ইসলাম এই কাজ সমর্থন করে না এবং নুসরত যা করেছেন, তা ইসলাম বিরোধী কাজ। সেইসঙ্গে তিনি নুসরতের সিঁদুর পরা এবং মঙ্গলসূত্র পরারও বিরোধিতা করেছেন। আর এক মৌলবী জাফর সারেশওয়ালা বলেন যে ইসলামে নুসরতের মতো মানুষের কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত গতকাল অষ্টমীতে অঞ্জলি দেন নুসরত জাহান। তারপরেই ইসলামিক কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন তিনি।
অষ্টমীতে অঞ্জলি দিয়ে দারুল উলুম দেওবন্দের রোষের মুখে নুসরত জাহান
