অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে নয়, বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে বাংলাদেশ থেকে শুধুমাত্র পকেটমারি করতে ভারতে এসেছে একদল বাংলাদেশী। তাদেরই একজনকে পকেটমারির অভিযোগে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিস। জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশী মহিলার নাম হোসেনারা বেগম। তাঁর বাড়ি বাংলাদেশের দৌলতপুরে। সে কয়েকদিন আগেই বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে এদেশে আসে পকেটমারি করতে। কিন্তু বুধবার, ২রা অক্টোবর বুধবার হাবড়ার জয়গাছি সুপার মার্কেটে কয়েকজনের মোবাইল এবং মানিব্যাগ ছিনতাই করায় জনতা তাকে ধরে ফেলে এবং তুলে দেয় পুলিসের হাতে। বর্তমানে ওই বাংলাদেশী মহিলা জেল হেফাজতে রয়েছে।