বাগনানে দুর্গাপূজা উদ্বোধনে হিন্দু সংহতির নেতৃত্ব
হিন্দু সংহতি বাংলার হিন্দু সমাজের আশা ভরসা হিসেবে উঠে এসেছে। হিন্দু সংহতির লড়াই বাংলার হিন্দু সমাজের ভরসা হয়ে উঠেছে। সেই ভরসা থেকেই দুর্গাপুজা উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়েছিল হাওড়া জেলার বাগনানের মুগকল্যাণ একতা সংঘের পক্ষ থেকে। সেই ডাকে সাড়া দিয়ে গতকাল ৩রা অক্টোবর, মহাপঞ্চমীর দিনে দুর্গাপূজা উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হিন্দু সংহতির নেতৃত্ব। উপস্থিত হয়েছিলেন হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য এবং সহ সভাপতি শ্রী সমীর গুহরায়। পুজো উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি এবং সহ সভাপতি মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সংহতির হাওড়া জেলার বিশিষ্ট নেতা তথা কেন্দ্রীয় সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে মহাশয় ।