বাংলাদেশের চাঁদপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দিলো দুষ্কৃতীরা
বাংলাদেশে দুর্গা পুজার মরসুম নয়, যেন দুর্গা প্রতিমা ভাঙার উৎসব চলছে। সারা দেশ থেকে প্রতিমা ভাঙার খবরে এমনটিই মনে হয়।এবার চাঁদপুর উপজেলার রামদি পুরানো বাজারের দুর্গা প্রতিমা ভাঙচুর করলো দুষ্কৃতীরা। গত ৩রা অক্টোবর রাতে দুষ্কৃতীরা দুর্গা প্রতিমা ভেঙে পাশের খালে ফেলে দেয়। পরেরদিন সকালে স্থানীয় হিন্দুরা ওই ভাঙা প্রতিমা খাল থেকে উদ্ধার করে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এমনকি প্রতিমার অবস্থা এমন হয়েছে যে এবছর কোনোভাবেই পুজা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পূজার উদ্যোক্তারা। এই ঘটনার খবর উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এমতবস্থায় প্রতিমা রক্ষার জন্য হিন্দুরা রাত্রে প্রতিমা পাহারা দিচ্ছেন, এমন খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে।