বাংলাদেশে সেনার দ্বারা গণধর্ষিতা রোহিঙ্গা মুসলিম নাবালিকা, তদন্তের নির্দেশ
১২ বছর বয়সী এক রোহিঙ্গা মুসলিম নাবালিকা গণধর্ষণের শিকার হলো বাংলাদেশে। ঘটনা জানাজানি হওয়ায় হৈচৈ পড়ে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী মহলে। সংবাদ সংস্থা এএফপি(AFP) সূত্রে খবর গত রবিবার, ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ওই নাবালিকাকে গণধর্ষণ করে বাংলাদেশের তিনজন সেনা। মেয়েটির দাদাকে উদ্ধৃত করে AFP জানিয়েছে যে ধর্ষণের সময় মেয়েটির মুখ চেপে রাখা হয়েছিল। পরে মেয়েটির দাদা কক্সবাজারে অবস্থিত UNHCR-এর অফিসে ধর্ষণের ঘটনা জানান। তাদের তরফে জোসেফ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন এবং মেয়েটিকে হাসপাতালে পাঠানো ব্যবস্হা করেন। এই খবর পাওয়ার পরে নড়েচড়ে বসেছে বাংলাদেশের সেনাবাহিনী। তাদের তরফে ওই অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ। পুরো বিষয়ের ওপর নজর রাখছে রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী কমিশন, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন UNHCR -এর অফিসার জোসেফ ত্রিপুরা।