হিন্দু সংহতির আয়োজনে নদীয়ার মদনপুরে NRC বিষয়ক কর্মশালা
রাজ্যের প্রত্যন্ত এলাকার প্রান্তিক হিন্দু জনতাকে NRC বিষয়ে সচেতন করতে রাজ্যব্যাপি সচেতনতা শিবিরের আয়োজন করে চলেছে। এবার শিবির অনুষ্ঠিত হলো নদীয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত মদনপুরে। গতকাল ২রা অক্টোবর, বুধবার এই শিবির অনুষ্ঠিত হয়। নদীয়া জেলার প্রমুখ কর্মীরা এই শিবিরে উপস্থিত ছিলেন। NRC চালু হলে কিভাবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সে বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী শ্রী শান্তনু সিংহ এবং দেব চ্যাটার্জি, সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী রজত রায়।
