বীরভূম জেলার সুবলপুর গ্রাম। এই গ্রামের ১১জন আদিবাসী যুবক পুলিসের এবং প্রশাসনের ষড়যন্ত্রে জেলবন্দি ২০১৪ সাল থেকে। হত দরিদ্র পরিবারগুলির সঙ্গে প্রতি বছর হিন্দু সংহতি উৎসবের আনন্দ ভাগ করে নেয়। সেই উপলক্ষে প্রতি বছর পরিবারগুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হিন্দু সংহতির পক্ষ থেকে। এ বছরও তাঁর ব্যতিক্রম হলো না। আজ হিন্দু সংহতির পক্ষ থেকে ওই ১১ জন আদিবাসী পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য এবং হিন্দু সংহতির প্রমুখ কার্যকর্তা শ্রী টোটন ওঝা।
বীরভূমের সুবলপুরের অবিচারের শিকার হওয়া আদিবাসী পরিবারগুলিকে বস্ত্র বিতরণ হিন্দু সংহতির
