হায়দরাবাদে নিজের বাড়িতে খুন হলেন ইসরোর সিনিয়র বিজ্ঞানী এস সুরেশ(৫৬)। গতকাল ১লা অক্টোবর, মঙ্গলবার নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। জানা গিয়েছে, সুরেশ ইসরোর রিমোট সেন্সিং সেন্টারের বিজ্ঞানী ছিলেন। তিনি আদতে কেরালার বাসিন্দা ছিলেন এবং ইসরোর কাজের সূত্রে হায়দরাবাদে থাকতেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে যে বিজ্ঞানী সুরেশকে মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিস জানিয়েছে যে তদন্ত এখনো চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে পুলিসের তরফ থেকে।
খুন হলেন ইসরোর বিজ্ঞানী এস সুরেশ, তদন্তে পুলিস
