সুপারসোনিক ক্রুইজ মিসাইল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র-এর সফল পরীক্ষা করলো প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা DRDO ।আজ সকালে উড়িষ্যার চাঁদিপুরে এই ক্ষেপণাস্ত্র-এর পরীক্ষা হয়। DRDO-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানা জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সেইসঙ্গে সেনাবাহিনীর ব্যবহারের উপযোগী কিছু বিশেষ প্রযুক্তিও এতে যোগ করা হয়েছে। জানা গিয়েছে, এই মিসাইলের পাল্লা ২৯০ কিলোমিটার ।প্রসঙ্গত, এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সুপারসোনিক ক্রুইজ মিসাইল(এটি শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন), যা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। রাশিয়া থেকে আমদানি খরচ কমাতে, এই মিসাইল বর্তমানে ভারতে তৈরি করা হচ্ছে।
“ল্যান্ড টু ল্যান্ড” ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ করলো DRDO
