দুর্গা পূজার আর মাত্র কয়েকটা দিন বাকি। এমতবস্থায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গা প্রতিমা ভাঙার একের পর এক খবর আসছে। এবার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রায়পুর গ্রামে গতরাতে কে বা কারা শ্রীশ্রী দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে। প্রায় প্রতিটি মূর্তি দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় হিন্দুরা এ ঘটনায় চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে এই বছর পুজো সম্পন্ন করবেন।কিন্তু দুষ্কৃতীদের এই জঘন্য কাজের কাছে তারা হার না মেনে পুজো করার সিদ্ধান্ত নেন। সেই মতো শিল্পী দিয়ে ভাঙা প্রতিমা জোড়া লাগানোর কাজ শুরু হয় আজ সকালে। তারা দমবেন না দুষ্কৃতীদের এই হামলার কাছে, এমনটাই জানিয়েছেন তারা । তবে বাকি ঘটনাগুলোর মতো এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের হলেও দুষ্কৃতী গ্রেপ্তারের খবর আপাতত নেই।ফলে দুর্গা পূজা এসে গেলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে সে আনন্দ এখনও সেভাবে পৌঁছায়নি।