তাঁর অপরাধ সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। তার ওপরে আবার গায়ের রং কালো। আর সেই কারণে মেয়েটিকে আছাড় মেরে হত্যা করলো মনিরুল খান। এই নৃশংস, অমানবিক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত থাপাড়া গ্রামে। জানা গিয়েছে, মাস তিনেক আগে মনিরুলের স্ত্রী সোনিয়া বিবি একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু মেয়ে হওয়ায় প্রথম থেকেই ক্ষেপে ছিল মনিরুল। সেই থেকেই নিজের স্ত্রীর ওপর অত্যাচার করতো। গতকাল শনিবার সোনিয়া বিবি ও তাঁর কন্যাসন্তান ঘুমিয়ে ছিল। সেইসময় মনিরুল কন্যাসন্তানকে মেঝেতে আছাড় মারে। বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া বিবিকেও ব্যাপক মারধর করে মনিরুল। আছাড় মারায় মৃত্যু হয় তিন মাসের ওই শিশুটির। তারপর বাড়ি থেকে পালিয়ে যায় মনিরুল। তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে একজন পিতা তার সন্তানকে এমন নৃশংসভাবে খুন করতে পারে, তা ভেবেই তারা শিউরে উঠছেন। সেইসঙ্গে এলাকাবাসীরা মনিরুলকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন ।