NRC আতঙ্কে আত্মঘাতী হলেন ময়নাগুড়ির যুবক অন্নদা রায়
NRC নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। সেই আতঙ্কে নিজেদের নথিপত্র সংশোধন করার তোড়জোড় করছেন তারা। এবার সেই আতঙ্কে আত্মহত্যা করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার যুবক অন্নদা রায়। জানা গিয়েছে, ময়নাগুড়ি রেল ক্রসিং-এর কাছে বাড়ি ছিল অন্নদা রায়ের। তাঁর কাছে আধার কার্ড, ভোটার কার্ড সব ছিল। কিন্তু পৈতৃক সম্পত্তির কোনো কাগজপত্র ছিল না তার কাছে। এই নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। বন্ধু ও পাড়া-প্রতিবেশীদের কাছে ভিটে-মাটি ছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর সেই আতঙ্কে গতকাল ২০শে সেপ্টেম্বর গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন অন্নদা। পরে পুলিস এসে তার মৃতদেহ নামায় এবং ময়না তদন্তের জন্য পাঠায়।