করিমগঞ্জে পলিটেকনিক কলেজের সরস্বতী ঠাকুরের উপর পানের পিক ফেলা হলো
গতকাল ২০শে সেপ্টেম্বর, শুক্রবার আসামের করিমগঞ্জের পলিটেকনিক কলেজের ভিতরে থাকা সরস্বতী ঠাকুরের মূর্তির উপরে পানের পিক ফেলা হলো। কে বা কারা এই ঘৃণ্য কাজ করেছে ,তা এখনো জানা যায়নি। জানা গিয়েছে, গতকাল সকালে বিষয়টি কলেজে পাঠরত কয়েকজন হিন্দু ছাত্রের নজরে আসে। মুহূর্তের মধ্যে এই খবর কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত কলেজ ছাত্ররা এক জায়গায় জড় হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং দোষী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি দেবার দাবি জানাতে থাকে।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কে বা কারা এই ঘৃণ্য কাজ করেছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছে।