বারুইপুর থেকে দুই নাবালিকা বাংলাদেশীকে উদ্ধার করল বারুইপুর মহিলা থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে দুই বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করল বারুইপুর মহিলা থানার পুলিশ। এদেরকে দিল্লিতে পাচার করার জন্য বারুইপুর আনা হয়েছিল। বারুইপুরের সাইফুল্লা খানের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। সাইফুল্লাহ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, বাংলাদেশের খুলনা জেলার লবনচোরা এলাকার বাসিন্দা ওই দুই নাবালিকা। তাদেরকে বাবু নামে এক যুবক বেনাপোল এলাকায় নিয়ে আসে কাপড় সেলাইয়ের কাজ দেওয়ার নাম করে। তারপর বনগাঁর সাদ্দাম ও ইউসুফ নামের দুই যুবকের হাতে তুলে দেওয়া হয় ওই দুই নাবালিকাকে। তাদের হাত থেকে ওই দুই নাবালিকা হাতবদল হয়ে চলে আসে বারুইপুরে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে এই দুই নাবালিকাকে শেষ পর্যন্ত বিহারের দ্বারভাঙ্গা এলাকায় পাচার করার কথা ছিল। ধৃতকে শুক্রবার আদালতে তুলবে পুলিশ।