পশ্চিমবঙ্গের মাটিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে হিন্দু সংহতি। সহায়ক সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্যের যোগ্য নেতৃত্ব। জেলায় ,ব্লকে এবং মহকুমাতে ছড়িয়ে পড়ছে হিন্দু সংহতির সংগ্রামী কাজ। এবার হাওড়া জেলার আমতায় হিন্দু সংহতির কার্যালয়ের শুভ উদ্বোধন হলো। গতকাল ১৮ই সেপ্টেম্বর, বুধবার এই কার্যালয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিশিষ্ট নেতৃত্ব তথা হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে ।এছাড়াও স্থানীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। আগামীতে হিন্দু সমাজের পাশে থেকে হিন্দু সংহতির কাজ পরিচালনায় এই কার্যালয় সহায়ক হবে বলে হিন্দু সংহতির নেতৃত্ব আশাবাদী।
হাওড়া জেলার আমতায় হিন্দু সংহতির কার্যালয়ের উদ্বোধন
