কলকাতার ভবানীপুরের একটি জৈন মন্দিরে চুরির ঘটনা ঘটলো। পুলিস সেই ঘটনার তদন্তে নেমে মন্দিরে কাজ করতে আসা যাক মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, গতকাল মন্দিরের প্রনামী বাক্সের টাকা চুরির বিষয়টি নজরে আসে মন্দির কতৃপক্ষের। তারপরেই পুলিসে অভিযোগ দায়ের করা হয় ।তদন্তে নেমে পুলিস মন্দিরে কাজ করতে আসা একাধিক মিস্ত্রীকে জেরা করতে থাকে। পুলিসের লাগাতার জেরায় এক মিস্ত্রী ভেঙ্গে পড়ে এবং চুরির কথা স্বীকার করে। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিস। তারপরেই পুলিস তাকে নিয়ে তাঁর বালিগঞ্জ বস্তির বাড়িতে নিয়ে যায়। সেখান থেকেই ২৫,০০০ টাকা উদ্ধার করে পুলিস। এছাড়াও জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক।