ট্রেনে বস্ত্র নিয়ে হকারির পাশাপাশি অস্ত্র নিয়ে কারবার ৷ কাপড়ের মধ্যে অস্ত্র লুকিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করল বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ৷ ধৄতের নাম হায়দার আলি৷ সে দক্ষিন কলকাতা এলাকার মেটিয়াবুরুজের বাসিন্দা৷
জানা গিয়েছে, ট্রেনে দীর্ঘদিন কাপড়ের কারবারের আড়ালে পিস্তলসহ নানা রকমের অস্ত্র বিক্রির কারবার চালাতো।হায়দার। গতকাল ১৮ই সেপ্টেম্বর, বারুইপুর থানার স্পেশ্যাল অপেরাশন গ্রূপের অফিসাররা হায়দার আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫টি ওয়ান শাটার বন্দুক এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে আরো তথ্য পেতে চাইছে পুলিশ। সেই সঙ্গে সে কতদিন এই কারবারের যুক্ত এবং অস্ত্রের যোগান কোথা থেকে আসে, তা জানার চেষ্টা করছেন পুলিস অফিসাররা ।
Your initiative to unite Hindus, is appreciated. We’re not Anti-Muslims, Atleast our religious heritage doesn’t teach us to be so. What we want is, People of other faiths are to be at par with us and try to be Gd Human Beings Only.
LikeLike