বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর মৌলবাদী মুসলিমদের আক্রমণ চলছেই। একের পর এক মন্দিরের প্রতিমা ভাঙার খবর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এবার চট্টগ্রামের ধামাইরহাটের মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর করলো মুসলিম দুষ্কৃতীরা। গত ১৪ই সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। মন্দিরে থাকা প্রতিমা ভেঙে দেয় দুষ্কৃতীরা। তাছাড়া মন্দিরের মধ্যে পূজার জন্য ব্যবহৃত ঘট ভেঙে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের বিচার পাওয়ার আশা করা বৃথা-তা পূর্বের ঘটনায় প্রমাণিত।
চট্টগ্রামের ধামাইরহাটে দুর্গা প্রতিমা ভাঙচুর
