ক্যানিংয়ে জীবনতলায় অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেফতার আকব্বর সর্দার ও আমির সাঁপুই

দক্ষিণ ২৪ পরগনায় জেলার জীবনতলা থানা এলাকার মৌখালির খুনখালির একটি বাড়িতে পুলিস তল্লাশি চালিয়ে বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে। রবিবার রাতে জীবনতলা এলাকার বাসিন্দা আকব্বর সর্দারের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করে বারুইপুর জেলা পুলিশ। এই ঘটনায় আকব্বর ছাড়াও তার সহযোগী আমিন সাঁফুইকে গ্রেফতার করেছে পুলিশ।
জীবনতলা থানা এবং বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা যৌথ ভাবে অভিযান চালান। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি থেকে পাওয়া গিয়েছে ৩ টি সিঙ্গেল ব্যারেল, ১টি এয়ারগান, ১পিস ৬ চেম্বার রিভলবার, ১টি সেভেন এমএম পিস্তল, ১০টি তাজা কার্তুজ, ৩.৬ কেজি গান পাউডার, ৬ আনফিনিশড পিস্তল, ইলেক্ট্রিক ড্রিল মেশিন, গ্রেড মেশিন-সহ অনান্য অস্ত্র তৈরির উপাদান। পুলিশের অনুমান ওই বাড়িতে দীর্ঘ দিন ধরেই এই অস্ত্র তৈরির কারবার চলছিল।
ওহাব মোল্লা নামে আরও এক জন জড়িত রয়েছে বলে পুলিশের সন্দেহ। তাকে গ্রেফতার করা না গেলেও, ওহাবের বাড়ি থেকে গান পাউডার উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জীবনতলা পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। ওখানে কী ভাবে অস্ত্রের কারবার চলছিল, এই ঘটনায় ভিন্রাজ্যের কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Jay Shree Ram
LikeLike