মালদহ জেলা দীর্ঘদিন থেকেই জালনোট কারবারিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পুলিসের লাগাতার অভিযানেও জালনোট কারবারের রমরমা একটুও কমেনি। এবার মালদহ স্টেশন রোড থেকে ২ জালনোট কারবারিকে গ্রেপ্তার করলো পুলিস। গত ১৩ই সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রাজা সিং পাল এবং কাফিকুল শেখ। রাজা মধ্যপ্রদেশের বাসিন্দা এবং কাফিকুল মালদহের বাসিন্দা। তাদের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৫০টাকা এবং ২০০টাকার জালনোট রয়েছে। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে যে বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে জালনোট পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তারপর সেই নোট ছোট ছোট কারবারির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।