অস্ত্র নিয়ে হিন্দুদের মিছিল আটকানোর ক্ষেত্রে পুলিসের অতি সক্রিয়তা দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে নানা রকম বিধি নিষেধ আরোপ করা হয় প্রশাসনের তরফ থেকে। কিন্তু মহরমের বেলায় সেই সবের বালাই নেই। তাঁর প্রমান পাওয়া গেলো মালদহের কালিয়াচকের মহরমের মিছিলে। গতকাল কালিয়াচকে মুসলিম সম্প্রদায়ের মহরমের মিছিল হয়। সেই মিছিলে তরোয়ালসহ নানারকম অস্ত্রসহ মিছিল হয়। মিছিল চলাকালীন, মিছিলটি যখন কালিয়াচক হাইস্কুলের সামনে আসে, তখন এক মুসলিম যুবক প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে মিছিলে হাঁঠতে থাকে। এছাড়াও, বিশাল বিশাল তরোয়াল নিয়ে মিছিল এগিয়ে যেতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন যে মুসলিমদের মহরমে প্রকাশ্যে এইসব অস্ত্র এবং বিশেষ করে বন্দুক উঁচিয়ে হাঁটায় তারা আতঙ্কিত বোধ করছেন। সেই সঙ্গে তারা মনে করেন যে প্রশাসনের উচিত এই বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, হিন্দু সংহতির প্রতিনিধিকে এমনটাই জানিয়েছেন তারা।
মালদহের কালিয়াচকে বন্দুক নিয়ে মহরমের মিছিল

I am Indian.
LikeLike