খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই এলাকা থেকেই নিখোঁজ ছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার মুসলিম যুবক আসাদুল্লা শেখ। শেষমেশ তাকে চেন্নাই-এর ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। জানা গিয়েছে, ধৃত আসাদুল্লার বাড়ি ভাতারের ডাঙাপাড়াতে। তারা ছয় ভাই।আসাদুল্লা পঞ্চম। খাগড়াগড় বিস্ফোরণের পর এনআইএ অনেক খোঁজাখুঁজি করেও আসাদুল্লার হদিস পায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, আসাদুল্লা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। সে শিমুলিয়া মাদ্রাসায় পড়তে আসা মুসলিম মেয়েদেরকে জিহাদের কাজে যোগ দেবার বিভিন্ন বক্তব্য রাখতো। সেইসঙ্গে মেয়েদেরকে বিস্ফোরক বানানোর ট্রেনিং দিতো। তাকে গ্রেপ্তার করে জেএমবি-এর অনেক লুকিয়ে থাকা জিহাদিদের গ্রেপ্তার করা সম্ভব হবে মনে করছে এসটিএফ-এর অফিসাররা।
চেন্নাই থেকে গ্রেপ্তার বর্ধমানের জেএমবি জঙ্গি আসাদুল্লা শেখ
