মহরমের তাজিয়ায় তরোয়ালের আঘাতে গুরুতর চোট পেলেন পুলিস অফিসার। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। মহরমে উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরিয়েছে তাজিয়ায়। তাজিয়ার সঙ্গে চলছে অস্ত্র খেলার। যদিও রাজ্যে অস্ত্রের প্রদর্শন নিষিদ্ধ করেছে সরকার। সরকারের সেই নিষিদ্ধ উপেক্ষা করে রাজ্যজুড়েই চলছে মুসলিমদের অস্ত্র মিছিল । হুগলির চন্দননগরে সরষে পাড়ার কাছ দিয়ে যাচ্ছিল মহরমের সশস্ত্র মিছিল। তখনই ঘটে ছন্দপতন। খেলা দেখানোর সময় হাতের তরোয়াল ছিটকে দিয়ে পড়ে নিরপাত্তা দায়িত্বে থাকা চন্দননগর থানার এসআই রাজীব পালের গায়ে। জখম হন তিনি। রাজীব পালকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। তাঁর মাথা ও ঘাড়ে চোট লেগেছে। পড়েছে ১১টি সেলাই। এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান চন্দননগরের পুলিস কমিশনার হুমায়ুন কবীর।
চন্দননগরে মহরমের তাজিয়ার তলোয়ারের আঘাতে জখম হলেন এসআই

যদিও এসআই আহত হওয়ার পরেও বন্ধ হয়নি তাজিয়া। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিস।