এনআরসি তালিকা তৈরিতে যে কি পরিমান গাফিলতি এবং খামখেয়ালিপনা হয়েছে, তাঁর প্রমান পাওয়া যাচ্ছে একের পর এক ঘটনায়। এবার এক দুর্ভাগ্যজনক ঘটনা সামনে এসেছে। তালিকা থেকে বাদ পড়লেন এক স্বাধীনতা সংগ্রামীর ছেলে-মেয়েরা। জানা গিয়েছে, আসামের বাকসা জেলার তামুলপুরের বাসিন্দা ছিলেন সত্যেন্দ্র বিশ্বাস। তিনি ১৯৪৩ সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে ৪২ দিন জেল খাটেন। বর্তমানে প্রয়াত সত্যেন্দ্র বাবুর পরিবারে ছেলে-মেয়েরা রয়েছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগের নথিপত্র জমা দেওয়া সত্বেও এনআরসি-এর চূড়ান্ত তালিকায় নাম আসেনি। এই ঘটনা এলাকায় জানাজানি হতেই স্থানীয় মানুষ চমকে গিয়েছেন। তারা একজন স্বাধীনতা সংগ্রামীর পুত্র-কন্যার নাম তালিকায় না থাকাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন। সেই সঙ্গে এনআরসি-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।
NRC : তালিকায় নাম নেই স্বাধীনতা সংগ্রামীর পুত্র-কন্যার
