বাংলাদেশে আবারও দুর্গা প্রতিমা ভাঙচুর করলো মুসলিম দুস্কৃতীরা…!!! এবার দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলা শহরের “করই সার্বজনীন দূর্গা মন্দিরের” দুর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ প্রান্তে।
এমতবস্থায় গতরাতে ইলেক্ট্রিক না থাকায় প্রতিমা ভাঙচুর করে মুসলিম দুষ্কৃতীরা । মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র রায় আজ সকালে মন্দিরে গেলে তিনি প্রতিমা গুলো ভাঙচুর অবস্থায় দেখে সভাপতি তিলক চন্দ্র রায়, প্রশাসন-সহ পূজা কমিটির সকলকে অবহিত করেন।ঘটনার কথা জানতে পেরে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন ভিড় জমান। তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত করলেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।