সপ্তাহখানেক আগে গয়া থেকে ধরে পড়ে ভারতের জামাতুল মুজাহিদিন (বাংলাদেশ)-এর প্রধান ইজাজ আহমেদ। সে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য আসে এসটিএফ-এর অফিসারদের হাতে। জেরায় জানা যায় যে উত্তর দিনাজপুরে জেএমবি-এর সংগঠন ব্যাপক বিস্তার লাভ করেছে। পুরোদমে চলছে জঙ্গি প্রশিক্ষন এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ। তার পরেই জেলাজুড়ে তল্লাশি শুরু করে এসটিএফ। গ্রেপ্তার করা হয় আব্দুল বারি এবং নিজামুদ্দিনকে। তাদের জেরা করে জানা যায় যে উত্তর দিনাজপুর জেলাজুড়ে একাধিক খারিজী মাদ্রাসায় চলছে জঙ্গি প্রশিক্ষণ। সেইসঙ্গে চলছে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ। এমনকি বিস্ফোরক তৈরি করে বিহার এবং বাংলাদেশে পাঠানো হচ্ছে। তার সত্যতা মেলে আবদুল বারির বাড়ি তল্লাশি করার সময়। এসটিএফ-এর অফিসারেরা উদ্ধার করে ল্যাপটপ। ডেটোনেটর, টাইমার ডিভাইস, বিস্ফোরক তৈরির সামগ্রীসহ বহু জিনিস। এছাড়াও, তার ল্যাপটপে পাওয়া যায় জিহাদি প্রশিক্ষণের ভিডিও এবং বিস্ফোরক তৈরির ভিডিও। বর্তমানে ওই খারিজী মাদ্রাসাকে খুঁজে বের করা এবং জেএমবি মডিউলের সবাইকে গ্রেপ্তার করে এখন এসটিএফ-এর অফিসারদের প্রধান কাজ।