NRC-এর চূড়ান্ত তালিকায় নাম নেই। ফলে গ্রেপ্তার হয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এই আশঙ্কায় আত্মহত্যার পথ বেছে নিলেন আসামের হাইলাকান্দির বাসিন্দা সাবিত্রী রায়। তাঁর বয়স হয়েছিল চল্লিশ বছর। জাজ গিয়েছে, গতকাল ৪ঠা সেপ্টেম্বর বুধবার দুপুরে হাইলাকান্দি শহরে ১ নং ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত রায়ের স্ত্রী সাবিত্রীদেবী গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। মুহূর্তের মধ্যে আগুনে সারা শরীর ঝলসে যায়। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষনে সব শেষ। হাসপাতালে মৃত্যু হয় সাবিত্রী রায়ের। NRC কতৃপক্ষের খামখেয়ালিপনা এবং উদাসীনতার ফলে মরতে হলো এক হিন্দু গৃহবধূকে।
NRC তালিকায় নাম নেই, আত্মহত্যা করলেন হাইলাকান্দির সাবিত্রী রায়
