NRC-এর কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো আসামে। তাঁর বিরুদ্ধে বৈধ ভারতীয় নাগরিকদের বিদেশী ঘোষণা করার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, গতকাল ৩রা সেপ্টেম্বর ‘আসাম গড়িয়া-মাড়িয়া যুব ছাত্র পরিষদ’ FIR দায়ের করেছে গুয়াহাটির লতাসিল থানায়। তাঁরা তাদের অভিযোগে হাজেলার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে। এছাড়াও অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সদস্য চন্দ্র মজুমদার ডিব্রুগড় শহর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি তার অভিযোগে জানিয়েছেন যে হাজেলা তাঁর পরিবারের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। তাই তিনি হাজেলার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।
প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ডিব্ৰুগড় এবং গুয়াহাটিতে
