হিন্দু প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন মুসলিম যুবক। আর তা নিয়ে তুমুল কথা কাটাকাটি, বচসা চলছিল মালবাজারের জলঢাকা সেতুতে। সেইসময় আচমকাই খরস্রোতা জলঢাকা নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক রফিকুল ইসলাম। পরের দিন রফিকুলের মৃতদেহ উদ্ধার করে পুলিস। জানা গিয়েছে, রফিকুলের বাড়ি নাগরাকাটা ব্লকের সুখানি বস্তিতে। তার সঙ্গে ভরতপুর চা বাগানের এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন রফিকুল। সম্ভবত বিয়েতে রাজি ছিলেন না ওই হিন্দু তরুণী। আর তা থেকেই দুজনের বচসা শুরু হয়। তারপরেই রফিকুল জলঢাকা নদীতে ঝাঁপ দেন। তার মৃতদেহ ময়না তদন্ত করার পর তার পরিবারের হাতে তুলে দেয় পুলিস।
হিন্দু প্রেমিকার সঙ্গে বচসা, জলঢাকা নদীতে ঝাঁপ দিয়ে মৃত মুসলিম প্রেমিক
