বাংলাদেশের জিহাদি সংগঠন জামাতুল মুজাহিদিন(বাংলাদেশ)-এর জাল ছড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। একের পর এক মুসলিম যুবকদের গ্রেপ্তারি তারই প্রমান দিচ্ছে। এবার কলকাতা থেকে গ্রেপ্তার হলো এক জেএমবি জিহাদি। আজ সকালে মহম্মদ আব্দুল কাশেম(২২) নামে এক জেমএমবি জঙ্গিকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিসের এসটিএফ। তাকে ক্যানাল ইস্ট রোড থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বর্ধমানে। তাঁর কাছে জেএমবি-এর নথিপত্র, প্রচার-পুস্তিকা ইত্যাদি উদ্ধার করেছে পুলিস। তাকে করছে পুলিস। তাকে জেরা করে কলকাতায় থাকা জঙ্গি সংগঠনের জড়িত ব্যক্তিদের কাছে পৌঁছাতে চাইছে পুলিস।
কলকাতায় গ্রেপ্তার জেএমবি জঙ্গি মহম্মদ আব্দুল কাশেম
