উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর সীমান্তের আমুদিয়া এলাকায় ২৬ জন বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো বিএসএফ-এর জওয়ানরা। গত ৩১শে আগস্ট তাদের গ্রেপ্তার করে বিএসএফ-এর ১১২ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। গ্রেপ্তারের পর তাদের জেরা করে জানা যায় তারা তিন বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল। তারপর তারা এতদিন পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যে নানা ধরণের কাজে যুক্ত ছিল। এবারে বাড়ি যাওয়ার জন্য তারা সীমান্তে এসেছিলো। তারা বাংলাদেশের ঢাকা, খুলনা, সাতক্ষীরা এবং নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। তাদেরকে বসিরহাট মহকুমা করতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।