তৃণমূলের ঝান্ডার ছায়াতলে থেকে মুসলমান দুষ্কৃতীরা লাগাতার হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে কোচবিহার জেলা জুড়ে। এবার হিন্দুদের ওপর ভয়াবহ আক্রমণ নেমে এলো শিতলকুচি ব্লকের অন্তর্গত ফুলবাড়ী চৌপথি এলাকায়। গত ৩০শে এবং ৩১শে আগস্ট, ফুলবাড়ী চৌপথি এলাকায় কয়েকশ মুসলিম দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে হিন্দুদের ওপর। একের পর এক রাজবংশী সম্প্রদায়ের হিন্দুদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। আতঙ্কে হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। একের পর এক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মুসলিম দুষ্কৃতীরা ধানের গোলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একাধিক টোটো এবং কয়েকটি মারুতি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মুসলিমরা। এছাড়াও বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় বলে স্থানীয় হিন্দুরা অভিযোগ করেছেন। বাদ যায়নি ফুলবাড়ী চৌপথি বাজারের দোকানগুলো । ভাঙচুর করা হয় একের পর এক হিন্দুর মালিকানাধীন দোকান। এই আক্রমণে দুজন হিন্দু আহত হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাজনীতির আড়ালে এই আক্রমণ হওয়ায় পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহনের খবর পাওয়া যায়নি।
কোচবিহারের শিতলকুচিতে হিন্দুদের ওপর তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীদের আক্রমণ
