ত্রিপুরায় এক জামাত-উল-মুজাহিদিন(বাংলাদেশ ) জঙ্গিকে গ্রেপ্তার করলো এনআইএ। তাঁর নাম নাজির শেখ। জানা গিয়েছে, সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রামে। তাকে গত ২৭শে আগস্ট গ্রেপ্তার করে এনআইএ অফিসাররা। পরে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্যে। জানা গিয়েছে, নাজির শেখ রাজমিস্ত্রির কাজের আড়ালে বেঙ্গালুরুতে জেএমবি-এর ঘাঁটি তৈরি করেছিল। এছাড়াও, বিস্ফোরক তৈরির ট্রেনিং এবং অর্থ সংগ্রহ করছিলো বেঙ্গালুরুতে বসেই। কিন্তু কোনো কারণে বেঙ্গালুরু পুলিসের হাতে ধরা পড়ে যায় তার দলের একজন। তার দের থেকে গ্রেনেড, আইইডি, রকেট লঞ্চার, পিস্তল, গুলিসহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিস। সেই থেকে ফেরার ছিল নাজির। তাই তদন্তের স্বার্থে তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে।