কালিয়াচক যেন মাদক কারবারের হাব হয়ে উঠেছে। একের পর এক গ্রেপ্তারি এবং মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সেটার প্রমান দেয়। গত ২৭শে আগস্ট, গভীর রাতে ব্রাউন সুগারসহ ২ মুসলিম যুবককে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম এস্তার শেখ এবং রেজাউল শেখ। ওদের বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর এবং ইমামনগর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দুই জনের কাছ থেকে ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ৩ লক্ষ টাকার বেশি। ওরা মাদক ডেলিভারি দিতে খালতিপুর স্টেশনে এসেছিলো। সেইসময় পুলিস এদের গ্রেপ্তার করে। পরে মালদহ আদালতে তাদের পেশ করা হয় এবং বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
কালিয়াচকে ৩ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ২ মুসলিম যুবক
