
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুলাই গভীর রাতে সিউড়িতে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত জেলাশাসকের বাংলো লক্ষ্য করে একদল দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি করে পালিয়ে যায়। সেই ঘটনার পর বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা দাবি করেন, বাংলোর সামনে আওয়াজ শুনে প্রথমে বুঝতে পারেননি। পরে বোমা ফাটার বিষয়ে নিশ্চিত হন। সেইমতো পুলিস পরের দিন ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে। সিআইডি-র বম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি জেলাশাসকের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় জেলা পুলিসের তরফে ১০ জন আধিকারিক নিয়ে একটি সিট গঠন করা হয়। সেই দল ঘটনার তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায়। বোমাবাজির ঘটনায় পুলিস চারজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা বালি কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিস সাংবাদিক সম্মেলন করে দাবি করে। তারপর অবশ্য পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।