হিন্দু সংহতির বাগনান(হাওড়া জেলা) শাখার উদ্যোগে মহাসমারোহে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী পালিত হচ্ছে। সুদৃশ্য, সুবিশাল অসংখ্য তোরন, মেলার মতো মানুষের ঢল, যুবক কার্যকর্তাদের ভিড়, হিন্দুসমাজের সর্বস্তরের মানুষের অংশগ্ৰহন। চারদিনের কার্যক্রম। গত ২২শে আগস্ট,যার শুভারম্ভ হয়েছিল রক্তদান শিবিরের মাধ্যমে। শ্রীকৃষ্ণ প্রতিপালিত হয়েছিলেন গোপালকদের সমাজে। তাঁর খেলার সাথীও ছিলো রাখাল বালকেরা। সেজন্যে শুক্রবার গোমাতা পূজনের আয়োজন করা হয়েছিলো। তারপর দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়। ২০০ দরিদ্র ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। একজন ক্যান্সার আক্রান্ত যুবকের ( ফুল শার্ট, অল্প হাতা গোটানো) হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। বীরভাবের সঙ্গে সেবার মনোবৃত্তি, হিন্দু সংহতির বাগনান শাখা প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের আরাধনায় রত।
জন্মাষ্টমীতে বাগনানে বস্ত্র বিতরণ হিন্দু সংহতির

গতকাল ২৩শে আগস্ট, শুক্রবার এই মহতী অনুষ্ঠানে হিন্দু সংহতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী অভিষেক ব্যানার্জি, সহ সভাপতি শ্রী সমীর গুহরায়,সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী রজত রায় মহাশয়।