এক হিন্দু নাবালিকা পাচারের ঘটনায় হরিয়ানা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আনারুল মণ্ডল (২০)। তার বাড়ি কুমারগঞ্জ থানার বিশ্বনাথপুরে। সে কুমারগঞ্জেরই এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। এনিয়ে ১ লা এপ্রিল নাবালিকার পরিবার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে হরিয়ানার সাহাদাদপুর থানা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিস। এরপর নাবালিকার কাছে তথ্যের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, হরিয়ানা পুলিসের সহযোগিতায় আমরা নাবালিকাকে উদ্ধার করেছি। আদালতের নির্দেশ মতো নাবালিকাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শুক্রবার আদালতে তোলা হবে।