
কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি নাগরিক।গতকাল ২১শে আগস্ট, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিস ডক্টর সুরেশ সরকার রোড থেকে গ্রেপ্তার করল ওই পাঁচ বাংলাদেশিকে। এদেশে প্রবেশ করার কোনও বৈধ কাগজপত্র ছিল না তাদের কাছে। ধৃতদের হেফাজত থেকে বাংলাদেশের টাকা, সে দেশের সিমকার্ড ও পরিচয়পত্র পাওয়া গিয়েছে। অন্যদিকে, ওই পাঁচ বাংলাদেশিকে এদেশে প্রবেশ করতে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও তিন ব্যক্তিকে। তাদের মধ্যে একজনের বাড়ি কলকাতার মুচিপাড়া থানা এলাকায়। অন্য দুই ব্যক্তির বাড়ি যথাক্রমে হাওড়ার উলুবেড়িয়া ও উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। পুলিস পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অনুপ্রবেশ ও বাকি তিন জনের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করার অভিযোগ এনে মামলা দায়ের করে।
গতকাল ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক শুভদীপ রায় তাদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।