এনআরসি তালিকায় নাম না থাকায় মেয়ের পরিবার বিয়ের আগেই সম্বন্ধ ভেঙে দিলেন। ঘটনা আসামের শিলচরের নয়াগ্রামের। নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন লস্করের সাথে একটি স্থানীয় মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের লোকেরা তাদের বিয়ের আয়োজন করেন। গত ২০শে আগস্ট, বিয়ের কথা ছিল ওই দুজনের। কিন্তু তাঁর পূর্বে মেয়ের পরিবারের লোক দিলওয়ার-এর নাম এনআরসি তালিকায় আছে কিনা দেখতে চান। কিন্তু দিলওয়ার এনআরসি-তে তার নাম থাকার কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।এমনকি তাঁর পরিবারের কারোরই এনআরসি তালিকায় নাম নেই। ফলে মেয়ের বাড়ির লোক বিয়ে দিতে অস্বীকার করে। এমতবস্থায় দিলওয়ার মেয়ের পরিবারকে আশ্বাস দিয়েছে যে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে। কারণ আগামী ৩১শে আগস্ট এনআরসি-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।