স্বামী তাকে তালাক দিয়েছিলো। তার প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে ওই মুসলিম মহিলাকে তাঁর স্বামী ও শশুরবাড়ির লোকেরা ব্যাপক মারধর করে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত গৌরী পঞ্চায়েতের বিসাহার গ্রামে। মারধরে আহত ওই মহিলা বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম শাহানাজ খাতুন। বর্তমানে সে অন্তঃসত্বা। গত ১৯শে আগস্ট, সোমবার তাকে তিন তালাক দেয় তাঁর স্বামী মোতাব্বির আলম। তার প্রতিবাদ করায় যাক মারধর করা হয় তাকে। এরপরই খবর পেয়ে ওই মুসলিম মহিলার বাপের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই মহিলার বাপের বাড়ির এলাকা ইটাহার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস সেই অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী মোতাব্বিরকে গ্রেপ্তার করে। বর্তমানে মোতাব্বির জেল হেফাজতে রয়েছে।