গতকাল ১৮ই আগস্ট, রবিবার হাওড়া জেলার আমতা থানার পূর্ব গাজীপুর হিন্দু সংহতির পরিচালনায় ভগবান শ্রী রামচন্দ্রের বিসর্জন উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য, কেন্দ্রীয় সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি, সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী টোটন ওঝা। প্রথমে সকলের হাতে রাখি পরিয়ে, গলায় পাট্টা দিয়ে ও ফুলের তোড়া দিয়ে অতিথি বরণ করা হয়। তারপর বক্তব্য রাখেন হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য। তাঁর বক্তব্যে তিনি বলেন হিন্দু সংস্কৃতি ও বর্তমান পরিবেশ রক্ষায় হিন্দু হিসেবে আমাদের করণীয় কি। তারপর শ্রী রামের ছবিতে মাল্যদান করেন সংহতির সভাপতি ও সম্পাদক। দেশাত্ববোধক গানের সাথে নৃত্য পরিবেশন ও জাতীয় সঙ্গীতের পর মূল মিছিলের শুভারম্ভ করা হয়। উক্ত অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
আমতায় হিন্দু সংহতির পরিচালনায় ভগবান শ্রী রামচন্দ্রের বিসর্জন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা
