১৯৪৬-এর হিন্দু গণহত্যা প্রতিরোধে রুখে দাঁড়ানো হিন্দু বীর গোপাল মুখার্জি স্মরণে এবং দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণে হিন্দু সংহতির উদ্যোগে গতকাল ১৭ই আগস্ট, শনিবার বর্ধমান শহরে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভা পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের হিন্দু সংহতির কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিল। এছাড়াও বর্ধমান শহরের বহু সংখক শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা উপস্থিত ছিলেন। পুরো সভাঘর কানায় কানায় পূর্ণ ছিল। অনুষ্ঠানে হিন্দু রক্ষায় গোপাল মুখার্জির অবদানকে স্মরণ করা হয়। এছাড়াও দেশের স্বার্থে বাঙালি সন্তান শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে হিন্দু সংহতির কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, সম্পাদক শ্রী সুন্দরগোপাল দাস, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং বিশিষ্ট কর্মী শ্রী টোটন ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের দাপুটে বিজেপি নেতা শ্রী দুধকুমার মন্ডল।
১৯৪৬-এর হিন্দু বীর গোপাল মুখার্জি স্মরণে বর্ধমানে সভা হিন্দু সংহতির
