যত্র-তত্র রাস্তা আটকে নামাজ পড়া যাবে না উত্তর প্রদেশে। এক নির্দেশিকা জারি করে পুরো রাজ্য জুড়ে রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ করলো উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। গত ১৩ই আগস্ট, মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিসের ডিজিপি ওপি সিং সাংবাদিক সম্মেলন করে একথা জানান। তিনি আরো বলেন যে এর আগে পরীক্ষামূলকভাবে মিরাট এবং আলীগড়-এর মতো শহরে রাস্তা আটকে নামাজ পড়ায় নিষেধ আরোপ করা হয়েছিল। এবার পুরো রাজ্যেই তা করা হলো। এছাড়াও, নির্দেশিকা সমস্ত জেলার পুলিস প্রধানদেরকে পাঠানো হয়েছে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন অংশে পুলিসের তরফে ইমাম এবং মৌলবীদের নিয়ে আলোচনার আয়োজন করা হচ্ছে এবং পুলিসের এই নির্দেশিকা সম্বন্ধে সচেতন করা হচ্ছে। এই নির্দেশিকার কারণ হিসেবে ডিজিপি সাংবাদিকদেরকে বলেন যে, রাস্তা আটকে নামাজ পড়ার ফলে ট্রাফিক চলাচলের বিশাল সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে শুক্রবারে। তিনি আরো বলেন যে বিশেষ অনুমতি ছাড়া রাস্তা আটকে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান বা জমায়েত পুরোপুরি নিষিদ্ধ থাকবে পুরো উত্তর প্রদেশ জুড়ে।
রাস্তা আটকে নামাজ পড়া নিষিদ্ধ হল যোগীর রাজ্য উত্তর প্রদেশে
