গতকাল ১৩ই আগস্ট, মঙ্গলবার শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তনের দাবিতে রাজ্যের একাধিক স্টেশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি চালানো হয় হিন্দু সংহতির তরফে। নদীয়া জেলার কল্যাণী, হাওড়া জেলার আন্দুল এবং ডোমজুড় স্টেশনে এই কর্মসূচি চালানো হয়। হিন্দু সংহতির ডাকে সাড়া দিয়ে সমাজের সর্বস্তরের মানুষ উৎসাহের সঙ্গে এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন এবং স্বাক্ষর করেন। ছাত্র-ছাত্রী, গৃহবধূ, হকার থেকে চাকুরীজীবি, শ্রমিক সকলেই হিন্দু সংহতির এই দাবিকে সমর্থন করেন। সেই সঙ্গে হিন্দু সংহতির দাবি সম্বিত একটি হ্যান্ডবিলও বিলি করা হয়।
শিয়ালদাহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস করার দাবিতে রাজ্যের একাধিক স্টেশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান
