ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিকে সমুজ্জল প্রচেষ্টা হিসেবে শিয়ালদাহ স্টেশনের নাম ”ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস” করার দাবিতে রাজ্যব্যাপী হিন্দু সংহতির স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। গতকাল ১২ই আগস্ট, সোমবার হিন্দু সংহতির কর্মীদের উদ্যোগে শিয়ালদাহ দক্ষিণ শাখার বাঘাযতীন, গৌড়দহ, চম্পাহাটি, পিয়ালী স্টেশন এবং উত্তর শাখার হাবড়া স্টেশনে গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চালানো হয়। এই অভিযানে সমাজের সর্বস্তরের মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে হিন্দু সংহতির এই কর্মসূচিতে সামিল হয়।
শিয়ালদাহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস করার দাবিতে রাজ্যের একাধিক স্টেশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান
