উত্তর ২৪ পরগনা জেলার ন্যাজাট থানার অন্তর্গত ভাঙ্গিপাড়ায় মাত্র কয়েকমাস আগেই নৃশংসভাবে খুন হয়েছিলেন এলাকার হিন্দু সংহতির কর্মী এবং এলাকার হিন্দু নেতা প্রদীপ মন্ডলসহ ৩জন হিন্দু। প্রদীপ মণ্ডলকে চোখে গুলি করে শেখ শাজাহান-এর গুন্ডাবাহিনী। এইবার সেই প্রদীপ মন্ডলের বাড়ির মন্দিরে ঈদের দিন গরুর হাড় ফেলে দিয়ে গেলো দুষ্কৃতীরা। গতকাল ১২ই আগস্ট এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এলাকায় উত্তেজনা থাকায় প্রদীপ মন্ডলের বাড়ির কাছেই পুলিস মোতায়েন ছিল। কিন্তু তা সত্বেও গরুর হাড় ফেলে দিয়ে গেলো দুষ্কৃতীরা। এ ঘটনা স্থানীয় হিন্দু বাসিন্দাদের চোখে পড়ায় তাঁরা বিক্ষোভে ফেটে পড়ে। ফলে চাপে পড়ে পুলিস পুরো মন্দির চত্বর ঘিরে ফেলে এবং গরুর হাড়গুলি তুলে নিয়ে যায় পুলিসকর্মীরা। তবে এই ঘটনায় স্থানীয় হিন্দু বাসিন্দাদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
ভাঙ্গিপাড়ায় মৃত প্রদীপ মন্ডলের বাড়ির মন্দিরে গরুর হাড় ফেললো দুষ্কৃতীরা

যতদিন না আমাদের মধ্যে থাকা দালাল রাজ ধ্বংস হচ্ছে
ততদিন আমাদের এই ভাবে ভুগতে হবে তাই আমাদের আরো সংঘবদ্ধ
হোতে হবে আর
এভাবেই আমাদের লড়াই
করে যেতে হবে
দালাল ছিল যুগে
যুগে শেষে মড়ে
ভুগে ভুগে, সত্য
সে অনেক কিছু
হারিয়েও সত্যি
থাকে দাঁড়িয়ে।
জয় হিন্দ বন্দেমাতরম
জয় সনাতনী
হিন্দুত্বর লড়াই
জিন্দাবাদ।
LikeLike